দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা দম্পতি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর সংসার ভাঙে ২০২১ সালে। ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। তবে সংসার জীবনে স্থায়ী হতে পারেননি নাগা-সামান্থা। দাম্পত্য জীবনের ইতি টেনে এখন দুজনের পথ দুই দিকে।
তবে এবার জানা গেল সামান্থার সংসার ভাঙার পেছনে নাকি তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের হাত ছিল! সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আনলেন তেলেঙ্গানার বন ও পরিবেশমন্ত্রী কোনডা সুরেখা। তার দাবি, নাগা-সামান্থার বিচ্ছেদের পিছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক চক্রান্ত।
কোনডা সুরেখা বলেন, কেটি রামা রাওয়ের জন্যই সংসার ভেঙেছে সামান্থার। তিনি তৎকালীন মন্ত্রী ছিলেন। বিভিন্ন অভিনেত্রীর ফোনে আড়ি পাতা তার কাজ ছিল। সেই আড়ি পেতে অভিনেত্রীদের হাঁড়ির খবর খুঁজে বের করতেন। এরপর সেই গোপন তথ্য পাওয়ার পর অভিনেত্রীদের ব্ল্যাকমেল করতেন!
Leave a Reply