বিপিএলের গত দুই আসরে শক্তিশালী দল গড়েও ফাইনাল খেলতে পারেনি রংপুর রাইডার্স। কোচ সোহেল আহমেদের অধীনে টুর্নামেন্টে উড়ন্ত শুরু পেলেও, শেষটা ভালো করতে পারছে না ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। তাই আসন্ন বিপিএলকে সামনে রেখে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়ার টুর্নামেন্টের জন্য, বিদেশি কোচের খোঁজ শুরু করেছে রংপুর ম্যানেজমেন্ট। আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি।
টানা দুই আসরে ব্যর্থতা পর সোহেল ইসলামকে কোচ হিসেবে রাখা হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রংপুরের টিম ম্যানেজার বলেন, এখনও পর্যন্ত আমরা বিদেশি কোচ নিয়ে আলোচনা করছি। এবার বিদেশি কোচদের নিয়ে পরিকল্পনা করছি।
বসুন্ধরা গ্রুপের আরেকটি দল হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যেটি ঘরোয়া ক্রিকেটে খুবই জনপ্রিয়। এই দলেরও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সোহেল ইসলাম। ফলে রংপুর থেকে বাদ দেওয়া হলে ডিপিএলে শেখ জামালের কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করবে কিনা এটাও একটি বড় প্রশ্ন।