জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে দৃপ্ত পদমর্যাদায় সমুজ্জল বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নব নির্বাচিত কমিটির অভিষেক বিভিন্ন আয়োজনে গতকাল ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে বিকাল ৪টায় শুরু হয় ।
এতে আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ এর সভাপতি বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ’র সহ-সভাপতি ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের মহাসচিব অবসর প্রাপ্ত ডিআইজি মি. পি আর বড়ুয়া ।
বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব’র নব নির্বাচিত সভাপতি ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষন প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব’র সাধারন সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী ।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের উর্দ্ধতন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি লায়ন ডাক্তার মৃদুল বড়ুয়া চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম-মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ অনুপম বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক সচিব স্থপতি বিশ্বজিত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রচার সচিব ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তা ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাবেক সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল ও প্রাক্তন সাধারন সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরন বড়ুয়া ।
এতে আরো বক্তব্য দেন সাবেক ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. প্রীতি বডুয়া, অঞ্চল কুমার তালুকদার, বিনয় ভূষণ বডুয়া, চম্পাকলি বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া সিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ থাকার আহ্বান জানান। রাজীব বড়ুয়ার সম্পাদনায় সংগঠনের বার্ষিক মুখপত্র ‘অতিগ’ এর মোড়ক উন্মোচন করা হয়।
শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সুমন বড়ুয়া, তনু চৌধুরী, প্রিয়াংকা বড়ুয়া ও নিপা চক্রবর্তী।
Leave a Reply