স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে আগুন লেগেছে। গতকাল ৪ অক্টোবর শুক্রবার দিবাগত মধ্যরাত ১ টায় এ ঘটনা ঘটে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এ ট্যাংকার থেকে ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। ট্যাংকারটিতে ৪২ নাবিক ছিলেন বলে জানায় বিএসসি।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ থেকে ৫৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
তিনি জানান, সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে।
মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট সেখানে গিয়েছে বলে জানান তিনি।
আবরার হাসান জানান, বাংলার সৌরভ ট্যাংকারে তেল ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণ এবং নাবিকদের উদ্ধারে কাজ করছে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত সোমবার বন্দরে নোঙর করে রাখা বিএসসির ‘এমটি বাংলার জ্যোতি’ নামে আরেক ট্যাংকারে আগুন লাগে। সেই আগুনে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এদিকে পরপর দুটি জাহাজে আগুন লাগাতে বিএসসি’র সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল এ বিষয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
Leave a Reply