-মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদীতে শাওন হ’ত্যার মামলা প্রত্যাহারের জন্য বাঁদীকে অপহরণ সাংবাদিক সম্মেলন , বেরিয়ে এসেছে থলের বিড়াল ।
অনুমান ৫০ টি পত্রিকায় এসেছে আইনজীবী সমিতিতে বাঁদীকে অপহরণ করে মামলা প্রত্যাহারের চেষ্টা।
শাওন হ’ত্যার বাদী শাওনের বড় ভাই অলিউল্লাহ বিষয়টি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন কিন্তু
এ নিয়ে অনেক সাংবাদিক ভাইয়েরা তামাশা করেছেন। ভিডিও ফুটেজ আছে কি-না মশকরা করেছেন , তকমা লাগিয়ে সংবাদ প্রকাশ করেছেন , দুই ছাত্র নেতা আহত হয়েছেন সাংবাদিক আহত হয়েছেন মোবাইল ছিনতাই করেছেন ক্যামেরা ভেঙ্গেছে এগুলো লেখেনি। আজকে সাংবাদিক সম্মেলন করে বাদী অলিউল্লাহ নিজে বলছেন যে , আমাকে জোর করে তুলে এনে মামলা আপোষ করার স্বাক্ষর দিয়েছেন।
মাছরাঙ্গা টিভি সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আইনজীবী সমিতির ঘটনায় সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল সহ পাঁচ জন আইনজীবী আহত হয়েছেন , ছাত্রনেতা শাহেদ , ছাত্রদল সভাপতি নাহিদ আহত হয়েছেন , সাংবাদিক কামাল সরকার ( তদন্ত রিপোর্ট , নরসিংদীর সংবাদ ) আহত হয়েছেন।
আইনজীবীদের একটি মোবাইল ছিনতাই হয়েছে পরবর্তীতে তাহা ফেরৎ দেওয়া হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় সাংবাদিকদের দু’টি মোবাইল ছিনতাই হয়েছে এবং একটি ক্যামেরা ছিনতাই হয়েছে এখনো ফেরৎ পাওয়া যায়নি। হামলাকারী সনাক্ত করেছি এবং তার অভিভাবককে বলেছি তিনি ও জিনিসপত্র ফেরৎ দেন-নি।
আমাকে অনেক সাংবাদিক ভাই বন্ধুরা ফোন দিয়েছেন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মামলা করার জন্য মানববন্ধন , প্রতিবাদ সভা করার জন্য।
পাশাপাশি ১০/১২ টি সাংবাদিক সংগঠন ঘটনার নিন্দা জানিয়েছেন তারপরও আল্লাহর কাছে বিচার দিলাম। শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে , মামলা প্রত্যাহারে যারা বাণিজ্য করবে তাদের বিচার নরসিংদীর মাটিতে হবে ইনশাল্লাহ আমরা দেখে যাব।
আমাদের মোবাইল এবং ক্যামেরা ফেরৎ না দিলে নাম উল্লেখ করে প্রধান উপদেষ্টা , সেনাপ্রধান , স্বরাষ্ট্র মন্ত্রণালয় , আইন মন্ত্রণালয় নরসিংদীর জেলা প্রশাসক , পুলিশ সুপার , আইনজীবী সমিতি , নরসিংদী প্রেসক্লাব বরাবর অভিযোগ দায়ের করব।
সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করবো পাশে থাকুন পাশে রাখুন , যারা ক্ষতি করতে চাইবে আল্লাহ তাদের হেদায়েত করবেন।
——————————————–
Leave a Reply