রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২২ সেপ্টেম্বর গুতিয়াবো এলাকার মৃত সুবেদ আলীর ছেলে মো: সিরাজ মিয়ার মালিকানাধীন গুতিয়াবো মৌজার এসএ ১০৬০ ও আরএস ১৭০৯ দাগে দশ শতাংশ জমির বেড়া ও একটি টিনসেট ঘর ভাংচুরসহ পাঁচ শতাধিক বাশ গাছ কর্তন করেছে সন্ত্রাসীরা । গুতিয়াবো এলাকার সন্ত্রাসী অপহরণসহ একাধিক মামলার আসামি মো: ফারুক মিয়ার নেতৃত্বে ১০/১৫ সদস্যের এক দল সন্ত্রাসী জোরপূর্বক এ জমিতে থাকা ঘর ভাংচুর ও বিভিন্ন গাছপালা নষ্ট করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় জমির মালিক মো: সিরাজ মিয়া বাদী হয়ে গুতিয়াবো এলাকার সন্ত্রাসী মো: সিদ্দিক মিয়া (৫৫), মো: লাল মিয়া (৫০), মো: করিম মিয়া (৪৭), মো: ফারুক মিয়া (৩৫), মো: হাবিবুর (৩০), মো: দেলোয়ারকে (২৯) নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মো: ফারুক মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবত মো: সিরাজ মিয়ার জমি অবৈধ ও বেদখল দাবি করে জোরপূর্বক দখল, ভাংচুরসহ পাঁচ শতাধিক গাছ কর্তন করে। পরে সিরাজ মিয়া ও তার পরিবারের লোকজন বাধা দিলে ফারুক মিয়াসহ ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, ছুরি, চাপাতি ও লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদের মিথ্যা বানোয়াট মামলা করে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply