1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে খাবার পানিও স্যালাইন বিতরণ নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

মিরপুরে ‘সাকিবিয়ান’দের স্লোগান!

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পাঠ করা হয়েছে

গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে একটা দল সাকিববিরোধী অবস্থান নিয়েছিল। সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলে তাঁরা বক্তৃতা-বিবৃতিও দিয়েছেন। সাকিবকে বাদ না দিলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে বলে বিসিবি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।

আজ ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করে একটি দল আবার মিরপুর স্টেডিয়ামের সামনে সাকিবের পক্ষে দাঁড়িয়েছেন। ‘উই স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান’ হ্যাশট্যাগ দেওয়া একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ‘সাকিব’, ‘সাকিব’ স্লোগান দিয়েছেন সেই সমর্থকেরা। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’।
বাংলাদেশ দল তখন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিল। বৃষ্টির কারণে স্টেডিয়ামের ইনডোরে ব্যাট-বলের অনুশীলন করছিলেন নাজমুলরা। এদিকে মাঠের বাইরে সাকিব সমর্থকদের স্লোগানে মুখর ছিল স্টেডিয়াম এলাকা মিরপুর। বাংলাদেশ দলের অ্যানালিস্ট মহসিন খান স্লোগান শুনে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন।
২ নম্বর গেটের সামনে এসে দাঁড়িয়ে ছিলেন কৌতূহলী মহসিন। এক সাংবাদিককে হইচইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন, ‘ওরা কি সাকিবের ভক্ত?’ উত্তর শুনে নিজের মোবাইল বের করে সমর্থকদের স্লোগান ভিডিও করতে থাকেন জাতীয় দলের কোচিং স্টাফের এই সদস্য।
এ ঘটনার কিছুক্ষণ আগেই ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের দলে সাকিবের জায়গায় তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে সুযোগ দেওয়ার ঘোষণা আসে।
অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী এই স্পিনার গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যেই মিরপুর টেস্ট সাকিবের বিদায়ের মঞ্চ হওয়ার কথা ছিল, সেটি হয়ে উঠল মুরাদের দলে ফেরার উপলক্ষ।
এদিকে সাকিব আল হাসানকে দেশে ফিরতে না দেওয়ায় ক্রিকেট ভক্ত ও সাকিবিয়ানদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসান বর্তমানে দুবাই অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত ও নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় দেশে না ফেরার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।
এদিকে সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার ও কিংবদন্তি ক্রিকেটার পরও দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে না দেওয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মাশরাফি সাকিব ক্রিকেট ফ্যান ফাউন্ডেশনের সমন্বয়ক ও সাকিবিয়ান চট্টগ্রামের সদস্য স ম জিয়াউর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান দেশের একজন ক্রিকেট লিজেন্ড ও কিংবদন্তি ক্রিকেটার। তাকে সম্মানের সাথে বিদায় দিতে না পারায় কোটি কোটি সাকিবিয়ানদের হ্নদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। ইতিহাস এ নির্মমতাকে ভাবিয়ে তুলবে। তিনি আরও বলেন, সাকিব আল হাসান একজন। তাকে আমরা বাঙালিরা মূল্যায়ন না করলেও ক্রিকেট বিশ্ব মূল্যায়ন করেছে। ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে ততদিন সাকিব আল হাসান থাকবে আর সাকিব বিরোধীরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি