-মোঃ রাসেল শেখ নড়াইল
নড়াইলের কালিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় প্রদর্শনী মৎস্য খামারিদের মাঝে মালামাল বিতরণ করা হয়েছে।
২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হল রুমে এ মালামাল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও ইউএনও কালিয়া মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীর মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম । এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের, সহকারী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, জেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান প্রমুখ । এ সময় প্রদর্শনীর মালামাল বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১৫ জন মৎস্য খামারীকে চুন, শরিষার খৈল, টিএসপি ও ইউরিয়া সার, প্রদর্শনী সাইনবোর্ড, পিলার ও ২০/২৫ কেজি বস্তার ২০ বস্তা ফিসফিড প্রত্যেক খামারকে বিতরণ করা হয়।
Leave a Reply