মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুরে নানন আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ রাইডিং প্রশিক্ষণ কেন্দ্রের ১ম বর্ষ পুর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৫ অক্টোবর২০২৪ ইং শুক্রবার দিনাজপুর গোরা-শহীদ বড় মাঠ স্পোর্টস ভিলেজে প্রশিক্ষণ কেন্দের ১ম বছর পুর্তি উপলক্ষে প্রশিক্ষনার্থীদের নিয়ে কেক কাটেন নিরাপদ রাইডিং প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মুনি আরা শাকিলা।
এ সময় তিনি বলেন, আমি হোন্ডা কোম্পানী থেকে প্রশিক্ষণ নিয়ে ট্রাফিক আইন মেনে এই প্রশিক্ষন দিচ্ছি। প্রায় ৩ শতাধিক মেয়ে এবং ছেলে নিরাপদ বাইক রাইডিং প্রশিক্ষণ নিয়েছে। এবং তারা আজ বাইক চালিয়ে বিভিন্ন কর্মস্থলে চলাচল করছে। আমার ইচ্ছা আগামীতে আপনাদের সকলের সহযোগীতায় আমি কার এবং মাইক্রো পশিক্ষণ দিতে পারি সেই দোয়া করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি দৈনিক পত্রলাপের স্টাফ রিপোর্টার,দৈনিক এশিয়া বানী ও মুসলিম টাইমসের দিনাজপুর প্রতিনিধি মোঃ লিটন হোসেন আকাশ। নিসা, জেরিন, পিয়াংকা, রিত্তিকা, রাজিয়া, পিংকি, কারিমা, সামিয়া,লিমা,কাম্রুন্নাহার,আয়শা, রোশনি,আশা,মুল্লিকা,তাসফিয়া,এশা প্রমুখ।
প্রশিক্ষনার্থীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ খেলার প্রতিযোগীতা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন আমন্ত্রিত অতিথি মোঃ লিটন হোসেন আকাশ। বিজয়ীরা হলেন ১ম : পিংকি’ ২য়: রাজিয়া , ৩য় : সামিয়া
Leave a Reply