1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে খাবার পানিও স্যালাইন বিতরণ নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

দৈনিক গগনতন্ত্র’র দৃষ্টিতে জাবিতে “সমগীত সাংগঠনিক কর্মশালা”

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পাঠ করা হয়েছে

শোয়েব হোসেন —

রাজধানীর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গত ২৫ ও ২৬ শে অক্টোবর রোজ শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ’র আয়োজনে “সমগীত সাংগঠনিক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে ।

বিস্তারিত তথ্যে জানা যায়, “সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ” দেশব্যাপী সংস্কৃতানুরীদের মাঝে আলোড়ন সৃষ্টিকারী একটি স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন যার পথচলা শুরু হয় ২০০২ সাল থেকে । সংগঠনটি প্রতিবছর বিভিন্ন নতুন গানের দল, একক শিল্পী, আদিবাসী ও লোকনৃত্যের দল, বাউল গান, পাপেট শো, পারফরম্যান্স আর্ট,শিশু চিত্র প্রদর্শনী,লিটলম্যাগ প্রদর্শনী/পরিবেশনা সহ ” প্রকৃতি মঙ্গলযাত্রা” শিরোনামে র‍্যালি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত করে থাকে। তাছাড়াও বিভিন্ন মেয়াদে এই প্রতিষ্ঠান বিভিন্ন বছরে সংগীত অনুশীলন কর্মশালার আয়োজন করে আসছে।সেই অনুশীলন কর্মশালার আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দুই দিনের এই সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনে!

জানা যায়, উক্ত দুই দিনের কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো দেশীয় শিল্প ও সংস্কৃতি চর্চার গুরুত্ব,প্রয়োজনীয়তা ও বিশালতা নিয়ে আলোচনা। তাছাড়া দেশীয় সংস্কৃতির রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশীয় সংস্কৃতির ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব-প্রবাহমান ধারা সহ অতীত,বর্তমান ও ভবিষ্যতের সমস্যা,সমাধান ও সম্ভাবনা ইত্যাদি নিয়েও আলোচনা হয় ।এর পাশাপাশি এই কর্মশালার আরো আকর্ষণীয় দিক হচ্ছে নাচে-গানে,আনন্দ-উল্লাসে সময়টিকে উপভোগ্য ও স্মরণীয় করে তোলা ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অমল আকাশ (একটিভিষ্ট,শিল্পী, শিক্ষক ও সমগীতের প্রতিষ্ঠাতা),বিথী ঘোষ(বাংলা প্রভাষক, বোরহান উদ্দিন কলেজ ও সাধারন সম্পাদক-সমগীত), ধীমান সরকার ( সহকারী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। সঞ্চালক হিসেবে ছিলেন তোফাজ্জল হোসেন (প্রধান শিক্ষক, আমাদের পাঠশালা),সভা প্রধান হিসেবে ছিলেন দিনা তাজরীন, (শিক্ষক ও সমগীত সংগঠক)।শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন অর্ক সুমন (মিউজিশিয়ান), কৃষ্ণকলি (শিল্পী)।তাছাড়া আরো উপস্থিত ছিলেন কিশোর সংগঠন গঙ্গা ফড়িংয়ের সদস্যবৃন্দ।সার্বিক যোগাযোগ ও আপ্যায়নে ছিলেন শরিফুল ইসলাম, মুজাহিদ জিহাদ ,সুজিত, ইমন মেহেদী ও সজল প্রমুখ।

উক্ত কর্মশালা শুক্রবার আনুমানিক সকাল দশটার দিকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। বিভিন্ন বিরতিতে আপ্যায়ন ও নাচ গানের মাধ্যমে দর্শনীয় ও উৎসবমুখর হয়ে ওঠে ।শনিবারে আবারও সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে মধ্যাহ্ন পর্যন্ত স্থায়ী হয়।মধ্যাহ্ন ভোজের পর ফটোসেশন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও বিদায় জানিয়ে জাবি এর প্রাতিষ্ঠানিক গাড়িতে করে সমগীতের দল নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি