রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :
আজ ২৬ অক্টোবর ২০২৪ সকাল ১১ টায় শাপলা প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান ২০২৪ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও জনাব মো: মমিনুল করিম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: মোহসিন আলী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।