মিলন বৈদ্য শুভ রাউজান চট্টগ্রাম
রাউজান সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ভাইস -প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য ও রাউজান সরকারি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ২৫ অক্টোবর শুক্রবার গহিরাস্থ নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। রাউজান সরকারি কলেজের সকল শিক্ষকবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেয়।
সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজান সরকারি কলেজের একাডেমিক কাজ পরিচালনা করতে গিয়ে যদি কোন সমস্যা ও বাধা বিপত্তি আসে তা নিজেদের মধ্যে সমাধানের সুযোগ থাকলে সেই সমস্যাগুলো সমাধান করে ফেলতে হবে। কলেজের পরীক্ষার ফলাফল যাতে আরো ভালো করা যায় এজন্য কলেজের সুযোগ সুবিধা আরো বাড়ানোর বিষয়ে তিনি আলোকপাত করেন। তিনি বলেন এই কলেজটি আমাদের সকলের, সবাই মিলে রাউজান সরকারি কলেজকে র্যাঙ্কিং-এ আরও এগিয়ে নিতে আমাদের সচেষ্ট থাকতে হবে। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহুরুল আলম জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজ চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক শওকত উদ্দিন ইবনে হোসেন, মোহাম্মদ তসলিম উদ্দিন, জহিরুল ইসলাম, মোহাম্মদ নুরুল আব্বাছ, নজরুল ইসলাম, মোহাম্মদ আবুল মোস্তফা, সবুজ দাশ, প্রদীপ বড়ুয়া, মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, এস এম হাবিব উল্লাহ, নজরুল ইসলাম, বোরহান উদ্দিন, শামসুল আনোয়ার, এরশাদ উল্লাহ, মোঃ সুজন, মাহিন গাজি, মোঃ রোমান, মোঃ মঞ্জুরুল আলম, শাহাদাত মির্জা, হাসান বাহাদুর, মোঃ পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, মোহাম্মদ আরিফ সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারিবৃন্দ।