মো. রাসেল শেখ নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটকৃতরা হলেন, রাজু বিশ্বাস (৩২) জনি শেখ (২৭) কিছলু বিশ্বাস (৩৬) মনির হোসেন (৩১) আরিফুল ইসলাম(৩৮) সোয়াইব শেখ(৩২), এসময় ৫টি মোবাইল ও একটি এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কালিয়া আর্মি ক্যাম্পের টিম অভিযান পরিচালনা করেন। বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টায় প্রেস কন্ফারেন্সের মাধ্যমে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে বিষ্ণুপুর এলাকায় সেনাবাহিনীর দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে। সন্ত্রাসদমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এ অভিযানিক দল।
Leave a Reply