মো; মফিদুল ইসলাম সরকার (রংপুর) :
শুক্রবার ভোর রাতে রংপুর মহানগরীর টাউনহলের সামনে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি সিলভার কালারের কারের ধাক্কায় দেশ টেলিভিশন এবং কালের কন্ঠের রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম রফিকসহ অন্তত ২০ জন আহত।
গুরুতর অসুস্থ অবস্থায় রফিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারটি সিও বাজার হয়ে পালিয়ে গেছে ।
গাড়ির বর্ণনা:
এক্স-করোলা, সিলভার কালার
Leave a Reply