মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
নরসিংদীর মাধবদী দক্ষিণ বিরামপুর গ্রামের মৃত আঃ সোলাইমান এর পুত্র আঃ করিম মিয়া রিক্সা চুরি যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে রিক্সা না পেয়ে মাধবদী থানা অদ্য ৫/১১/২৪ ইং একটি মামলা দায়ের করেন ।
মামলার নং ৬ দ্বারা ৩৮১/৩৪ প্যানেল কোড। মাধবী থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় তদন্তকারী অফিসার এস আই আলাউদ্দিন আজহারভুক্ত আসামী ১। মোঃ জনি মিয়া(৪৭), পিতা মৃত – হারিছ মিয়া, সাং- নয়াচর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, সন্দিগ্ধ আসামী ২। আরিফ মিয়া মালা আরিফ(৩৬), পিতা- সহিদ মিয়া, উত্তর নাগরিয়াকান্দী, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, ৩। আতাউর রহমান ফালু (৩৯), পিতা- সিরাজুল ইসলাম, সাং- দক্ষিন বিরামপুর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী । বিভিন্ন স্থান হতে এজহারভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করিলে তাদের দেখানো ও হেফাজত হতে চোরাই যাওয়া রিক্সা ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হন।
Leave a Reply