মো: মফিদুল ইসলাম সরকার : (রংপুর) :
রংপুরের পীরগাছায় উপজেলার ১৭৮ টি বিদ্যালয়ে ইউএসএআইডি’র সবাই মিলে শিখি প্রকল্পের একীভূত শিক্ষায় সহযোগিতার জন্য ইউডিএল শিক্ষা উপকরণ বিতরণ করা হয় পীরগাছা উপজেলার তাম্বুলপুর ক্লাসে
।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মো: নুরুজ্জামান মিয়া এবং সেন্টার ফর ডিজাবিলিটি ইন ডেভেলপমেন্ট থেকে দিথী মোহন্ত (এস সি এফ) (স্কুল কমিউনিটি ফ্যাসিলিটেটর) পীরগাছা অফিস। উপস্থিত সকলের সাথে ইউডিএল উপকরণ এর যত্ন, ব্যবহার, এবং সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন ও পর্যায়ক্রমে বাকি বিদ্যালয় গুলোতে বিতরন করেন।
Leave a Reply