মোঃ রাসেল শেখ নড়াইল প্রতিনিধি
মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর (বেপারীপাড়া) গ্রামের বাবর উদ্দিন মোল্ল্যা বাবুর ছেলে।০৫ নভেম্বর নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন গোপিনাথপুর (বেপারীপাড়া) সাকিনস্থ ঋষিপাড়া নদীর ঘাটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এস আই(নিঃ) এফ.এম হাসিবুর রহমান, এস আই(নিঃ) মোঃ ইমরান হোসেন সোহাগ, এ এস আই(নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম কটা কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।