বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা বিএনপির পদবঞ্চিত নেতাদের আয়োজনে স্থানীয় জেলা পরিষদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের লোকনাথ রায় চৌধুরী ময়দানে শেষ হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমের পরিচালনায় ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। জহিরুল হক খোকন বলেন, ১৯৭৫ সনে ১৫ আগস্টের পরে ৬ নভেম্বর পর্যন্ত দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল। ৭ নভেম্বর জাতীয়বাদী বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হওয়ার পর বিগত দিনের স্বৈরাচার দেশ থেকে তাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন।
গত ৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়। এতে দলের সুবিধাবাদী কনিষ্ঠ নেতাদের ওপরে রাখা, দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের নাম পিছনের সাড়িতে রাখা এবং .
Leave a Reply