নিজস্ব প্রতিবেদকঃ
নাঃগঞ্জ গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক রিজন স্যারের বিরুদ্ধে ছাএীদের হয়রানি অভিযো
নাঃগঞ্জ গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক রিজন স্যারের বিরুদ্ধে ছাএীদের হয়রানি অভিযোগ পাওয়া গেছে।
সরে জমিনে স্কুল গিয়ে ছাত্রীদের কাছ থেকে এ অভিযোগ পাওয়া যায়।
তারা জানান গত বুধবার ১৩ নভেম্বর স্কুলের জুতা না পড়ে আসার জন্য রিজন স্যার প্রায় আধা ঘন্টা স্কুলের মূল ফটকের সামনে আটকে রাখে।
তাছাড়া তার ব্যাচে ভর্তি না হলে ছাএীদের পরীক্ষার ফেল করার হুমকি দেয়। বিশ্বস্ত সুএে বিগত বছরের এই আচরণ করেছিল বলে জানা যায়। আগামী রোববারের মধ্যে স্কুলের বেতন পরিশোধ না করলে কাউকে পরীক্ষা দিতে দিবেন না বলেই ছাএীরা এ প্রতিবেদককে জানান।
তাছাড়া রিজন স্যার ছাএীদের উপর কুদৃষ্টি ও অশালীন আচরণ কথা অটোপটে ছাএীরা জানান।পরীক্ষায় ফেল করার কথা বলে বলেই ছাএীরা এতদিন মুখ খোলেনি।
অতএব জেলা প্রশাসক কাছে বিনীত নিবেদন বিষয়টি সুস্থ তদন্ত করে এর পদক্ষেপ নেওয়ার জন্য ছাত্রীরা অনুরোধ করেন।
Leave a Reply