1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের দিপু ভূঁইয়াকে সংবর্ধনা  ও ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা রূপগঞ্জে ছুড়িকাঘাতে আহত দুই কিশোরের মৃত্যু যুবদলের পক্ষ থেকে ২০২৫ কর্মীসভা অনুষ্ঠিত নড়াগাতীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি  গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদ শ্রমিক পরিবারের পাশে শ্রমিক দল জমির মালিককে বাদ দিয়ে সাধারণ কৃষকের বিরুদ্ধে মামলার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বগুড়া’র শেরপুর সরকারি কলেজে সরস্বতী পূজা নওগাঁয় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আটক নওগাঁয় ৩০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা শিবির ক্যাডার ছোট সাজ্জাদের সহযোগী জাবেদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ!

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা টানেল ও পর্যটন কেন্দ্র পরিদর্শন

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার পাঠ করা হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় প্রধান

এশিয়ার বৃহত্তম টানেল কর্ণফুলী টানেল ৩.৪৩ কিলোমিটার সুড়ঙ্গ টি পতেঙ্গা সী বিচ সংলগ্ন হয়তে। আনোয়ারা প্রান্তে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প টি।যেখান থেকে কক্সবাজার,বাঁশখালী,টেকনাফ, তেতুলিয়া সংযুক্ত সড়ক রয়েছে।

এ মেঘা প্রকল্পটি নির্মানে ব্যয় বহুল হলে ১১ হাজার কোটি টাকা। যদি বা লাভের অংশ না দেখে গুনতে হচ্ছে লোকশান।জানা যায় উর্ধতন কর্মকর্তা নিকট। দক্ষিণ চট্টগ্রাম আনোয়ারা বাসীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। বর্তমানে আনোয়ারা শিল্প কারখানায় পোশাক,ও সারকারখানা,চায়না ইউকোমিক জোন সহ বাঁশখালী মাতার বাড়ী কয়লা বিদ্যুৎ,কক্সবাজার পর্যটন কেন্দ্র কে ঘিরে প্রকল্প টি বাস্তবায়ন করা হয়।যদিও বা সংযোগের জন্য সহজ বলে জানা যায়। এসব কারখানার কর্মসংস্থার কর্মকর্তার নিকট। বর্তমান সড়কে যানবাহন চলাচল কম থাকায় ব্যয় ভার বেশি ও বিষয় নিয়ে পাশে রয়েছে পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকত।তার পাশাপাশি বিনোদনের জায়গা হিসাবে বিবিএ আওতাধিন ৯২৩ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেলর যাতায়াত সহ বিনোদন ভ্রমন পিপাসুদের আনাগোনা বাড়াতে তৈরি করা হয়েছে।নতুন এ প্রকল্প টি যার নাম করণ পারকি সমুদ্র সৈকতে খোল ঘেষে তৈরি করা হয় ভ্রমন পিপাসুদের জন্য আবাসস্থল সার্ভিস এরিয়া মনোমুগ্ধ কর পর্যটন কেন্দ্র। এটু ৭১ একর বিশিষ্ট বিস্তৃর্ণ্ন পর্যটকদের বিনোদনের জায়গা। এখান রয়েছে ৩০ টি বাংলো,একটি ভিআইপি কর্ণফুলী নাম করণ বাংলো, ১০ মোট রেস্ট বিল্ডিং, রিসোর্ট রিসিপশন,কনভেশন হল,হেলথ সেন্টার, মসজিদ, রাতের পূর্ণিমা চাঁদ আলো,পার্কিং সহ সু-ব্যবস্থা।গত ১৫ই নভেম্বর টানেল পরিদর্শনের পর কর্ণফুলী সার্ভিস এরিয়াতে অবস্থানের করেন। ১৬ই নভেম্বর সকালে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোদনের উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফাওজুল কবির খান,(বিবিএ) সহধর্মণী দিলরুবা কবির । আরো উপস্থিত ছিলেন সচিব জালানি ও খনিজ সম্পদ কতৃপক্ষ সাইফুল ইসলাম।
প্রধান প্রকৌশলী সেতু কতৃপক্ষ কাজী মো ফেরদৌস।
সেতু বিভাগ মন্ত্রণালয় ফাহিমুল ইসলাম। তারা প্রত্যেকে একে একে নিম,মেহগনি,আমলকী, কাঠাল,ডালিম ও কান্ডারি বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পূর্ণ করে। তিনি আশাবাদী। যে আগামি দিনে পর্যটন কেন্দ্রকে উম্মুক্ত করা হলে। এ উন্নয়ন প্রকল্প টি সচ্ছল হয়ে আসবে সড়কে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সব কিছু স্বাভাবিক হবে বলেন জানান। ফাওজুল কবির খান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আশাবাদী। এ বিষয় নিয়ে কি করা যায় তা নিয়ে তাদের ব্রিফিং মাধ্যমে পরবর্তীতে জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি