চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে এক প্রকৌশলীর জায়গা জোর করে দিন দুপুরে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রকৌশলী মশিউর রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী দিলদার হোসেন ও মো. সোহেল
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী মশিউর রহমান। তিনি বলেন, পাহাড়তলী থানাধীন সরাইপাড়া গ্রীনভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। আমার বাসার কাছে উত্তর গ্রীনভিউ আবাসিক এলাকার কাজী বাড়ি রোডে বিএস ১০৪৭ দাগে আমার পাঁচ শতক জমির একটা প্লট রয়েছে; যার বিএস নামজারি খতিয়ান
নং-২৫৫৫। জমির সব কাগজপত্র আপডেট থাকার সত্ত্বেও গত ৬ অক্টোবর পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে এসে আমার জায়গাটি জোরপূর্বক দখলে নিয়ে যায়।
তিনি বলেন, টিনের ঘেরা দেওয়ায় আমি অসহায় হয়ে জমির পাশে দাঁড়িয়েছিলাম এবং জীবনের ভয়ে কোনো প্রতিবাদ করতে পারিনি। আমি থানার ওসির কাছে ফোন করে পুলিশি সাহায্য চাই। তিনি পুলিশ পাঠিয়েছিলেন। পুলিশ আসার আগেই বিএনপি নেতা জায়গাটি দখলে নিয়ে নেয়। অথচ জসিম উদ্দিনের জমি সংক্রান্ত কোনো নামজারি খতিয়ান ডিসিআর ও খাজনা রশিদ নেই। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে।
পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া বলেন, কেউ আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলে আমি বাধা দিতে পারব। তার (প্রকৌশলী মশিউর) সঙ্গে জায়গা নিয়ে বিরোধ নেই। পথ নিয়ে বিরোধ রয়েছে। তিনি পথটি বন্ধ করে রেখেছিলেন।
Leave a Reply