মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীতে মসজিদের ভিতরে হত্যার শিকার হওয়া চরদিঘলদী ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মৃত্যুর সাড়ে তিন মাস পর তার প্রথম ছেলে সন্তান জন্মগ্রহণ করেন,সদ্য বিধবা মায়ের কোলে এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জন্মের সময়ই এতিমের সিল গায়ে নিয়ে তার এ দুনিয়াতে আগমন ঘটে । সদ্য ভূমিষ্ট হওয়া এই ছেলের পিতা মরহুম দেলোয়ার বেঁচে থাকলে কতো আনন্দ করতো ।
নোংরা রাজনীতি আর কতিপয় মানুষ নামক হিংস্র হায়েনারা তা হতে দেয়নি,জন্মের পূর্বেই এতিম খেতাব পান নবজাতক এ শিশু,তার জন্মের খবর পাওয়ার পর থেকে ক্ষনে ক্ষনেই অনেকেই অশ্রুসিক্ত হয়েছিল,মরহুম দেলোয়ার হোসেন চেয়ারম্যান এর নবজাতকের চেহারায় ভেসে উঠছে । মরহুম দেলোয়ার হোসেনের এর চোখের সামনে,অশ্রুশিক্ত নির্ঘুম রজনী কাটিয়ে নামাজ আদায় শেষে মহান দরবারে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন সদ্য ভূমিষ্ট এই এতিম শিশুকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন এবং সুস্থ্য সুন্দর জীবন গঠন করিতে নেক হায়াত দান করেন,এই পৃথিবী যেন তার জন্যে হয় নিরাপদ ও
শান্তিময় এবং আল্লাহ মরহুম দেলোয়ার হোসেনকে শহীদের মর্যাদা ও জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন ,সুম্মা আমিন ।
Leave a Reply