প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নীলফামারীর কিশোরগঞ্জ ‘ঢাকায় নিয়ে ঋণ দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেন সাইফুল
’ এই শিরোনামে গত ২৬ শে নভেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ও প্রফেসর সাইফুল ইসলাম
লিখিত এক বিবৃতির মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের স্বনামধন্য প্রথম সারির বহুল প্রচারিত আনলাইন বার্তা ২৪, ঢাকা পোস্ট, সময় টিভি অনলাইন অনলাইন ভার্সনসহ কয়েকটি নিউজ পোর্টালে, ঢাকায় নিয়ে ঋণ দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেন সাইফুল‘ এবং
লোনের প্রলোভনে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন সাইফুল’ এই দুই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে, যা আমার দৃষ্টিগোচর হয়।
প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে, যা
একটি কুচক্রী মহল ভুলতথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করেছে। প্রকৃতপক্ষে আমি অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশ নামক একটি লুন্ঠিত অর্থ উদ্ধার ও গনমূখী বিনিয়োগ জাতীয় সংস্থার দূর্নীতি বিরোধী বিশেষ আইন প্রনয়নের দাবিতে কিশোরগঞ্জ উপজেলার একজন সংগঠক হিসেবে কাজ করেছি।আমি সহ উক্ত উপজেলায় আমরা যারা উক্ত আইন প্রনয়নের দাবিতে কাজ করেছিলাম আমরা সকলেই আইন প্রনয়নের বিপরীতে বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে আবেদন গ্রহনের কাজ করেছি একই সাথে আমাদের আবেদন ফরমে লিপিবদ্ধ আছে কোন রকম অর্থনৈতিক লেনদেন করা যাবেনা।আমরা কাউকে এমন লোন দেওয়ার নাম করে কোনভবে চুক্তিবদ্ধ হয়ে কোন রকম অর্থনৈতিক লেনদেন করিনী। আমার
সাংবাদিকতা ও শিক্ষকগতা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াসমাত্র। আমিএর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ সাইফুল ইসলাম
Leave a Reply