স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ২৯ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরস্থ জিলানী কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারীদের আয়োজিত রাঙ্গুনিয়া উপজেলাধীন সকল শাখার সাথে কেন্দ্রীয় পর্ষদের “সাংগঠনিক সংলাপ ২০২৪”।
এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদ সদস্য যথাক্রমে মো: মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ সফিউল আলম নিজাম, অধ্যাপক মো: আবু তাহের।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নোয়াজিষপুর শাখার সাবেক সভাপতি মাওলানা কাজী মো: ফরিদ উদ্দিন।
রাঙ্গুনিয়ার সাংগঠনিক সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন মো: হারুন চৌধুরী, সৈয়দ মাওলানা আবু আহমদ, মো: শহিদুল আলম। উক্ত সংলাপে রাঙ্গুনিয়া উপজেলার সকল শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।
Leave a Reply