মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জে রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ নামে এক সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার ওই সাংবাদিকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার ব্যক্তিগত আইডি থেকে লাইভে এসে এ ঘটনার বর্ণনা দেন। জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
ফেসবুকে লাইভে তিনি বলেন, ‘আমি সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ। আমার বাসায় গুলি করে গেছে একদল সন্ত্রাসীরা। আমার জানালায় একটি গুলি ফুটিয়ে গেছেন তারা। আল্লাহ আমাকে বাঁচান।
সাংবাদিক জাহাঙ্গীর লাইভে আরও বলেন,
সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের যারা আছেন, তারা আমাকে বাঁচান। আমার ঘরের জানালায় গুলি করেছে। ইতিপূর্বে যে সন্ত্রাসীরা আমার ওপর হামলা করেছে তারাই হয়তো আমার বাসায় গুলি করেছে। যারা আমার সাংবাদিক ভাইয়েরা আছেন তারা আমাকে সহযোগিতা করেন। আমি ঘরের মধ্যে আছি। খুব ভয়ের মধ্যে আছি। তারা হয়তো বাহিরে আছে। আমার ঘরে স্ত্রী ও ছোট বাচ্চা ছিলো। আমার ঘরের মধ্যে মা এবং স্ত্রী সবাই খুব আতঙ্কিত। গুলির শব্দ শুনে আমার বাবাও বের হয়ে গেছেন।
ভুক্তোভোগী সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ বলেন, ‘গত ১৭ নভেম্বর আমার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় আমি রূপগঞ্জ থানায় মামলা করেছিলাম। রোববার (১ ডিসেম্বর) রকি নামে মামলার এক আসামি জামিনে বের হন। আমার ধারণা সেই দলবল নিয়ে হামলা করেছেন বলে মনে হচ্ছে। আমি যেহেতু ঘরের মধ্যে ছিলাম, তাই কাউকে দেখিনি। বাইরের কয়েকজন জানালো চার-পাঁচজন এসেছিলো।
এ বিষয়ে রূপগঞ্জের ভূলতা ফাঁড়ির পরিদর্শক মিজান বলেন, ‘সাংবাদিকের বাসায় গুলির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার বাড়ির জানালা দিয়ে কে বা কারা এক রাউন্ড গুলি করে গেছে। ঘর থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের মাথা ও শরীরের বিভিন্ন অংশ ইট দিয়ে থেঁতলে দেয়ার অভিযোগ ওঠে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিন, কাজল, রাব্বিল, ইমন, রকিসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই ঘটনার পরদিন ১৮ নভেম্বর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।
Leave a Reply