নারায়ণগঞ্জ
আড়াইহাজারে পৃথকস্থানে একাধিক সড়ক দুর্ঘটনায় চালক যাত্রী সহ ৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে বিশনন্দী ইউনিয়নের তালতলা ও দুপুরে আড়াইহাজার মদনপুর সড়কের কৃষ্ণপুরা এলাকায় দুরঘটনাগুলি ঘটে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিশনন্দী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজার যাওয়ার সময় তালতলা এলাকার সৌদি প্রবাসী সাইজিংয়ের সামনে আসলে সিএনজির এক্সেল ভেঙ্গে পড়ে এসময় বিপরীত দিকথেকে আসা কুমিল্লাগামী হাইয়েস মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে সি এনজি উল্টে বিকট শব্দে এলাকা কেপে উঠে ।এতে চালক সহ পাঁচ জন আহত হয়,আহতরা হলেন আড়াইহাজার উপজেলার বিশনন্দী চালার চর এলাকার মনসুর আলী, জালাকান্দী এলাকার সিএনজির চালক লোকনাথ, যাত্রী হেমনা থানার মো:খলিল মিয়া, ও আরো দুইজন সহ মাইক্রোবাসে থাকা একজন মহিলা।স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খলিল নামে এক জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মঙ্গলবার দুপুরে আড়াইহাজার মদনপুর আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণপুরা এলাকায় সিএনজির গ্যারেজ মিস্ত্রি রূপগঞ্জের সেলিম মিয়া সিএনজি নিয়ে বেড় হলে কিছুদুর যাওয়ার পর ব্রেক করেন এসময় পিছন দিক থেকে আসা অপর সিএনজি ধাক্কা দিলে সামনে থাকা সিএনজি গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির সামনের অংশ থেবড়ে যায় এসময় সিএনজিতে থাকা চালক সেলিম সহ ২ জন আহত হয়।
Leave a Reply