রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে বাদীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলার আসামীরা বাদী হয়ে সিআইডি বরাবরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক অভিযোগ দেন। উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আমিরুল ইসলাম সনজিব অভিযোগ করে জানান, চলতি বছরের ৩০ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুমাবাদ এলাকায় তাওহিদুল আল জিসান নামে এক যুবককে হত্যা করা হয়। পরে ৩১ জুন এ ঘটনায় জিসানের বাবা আলমগীর মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নাইম ও তার বাবা কামাল হোসেনসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে গত জুলাই মাসে শেষের দিকে আলমগীর মোল্লা স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম সনজিব, সাগর, তাইজুল ইসলাম, আবু দাউদ মোল্লা, নজরুল, হাবিবুর রহমান খান, হাবিব মোল্লা, রাকিব, মাঞ্জারুল আলম টুটুল, রাকিব, মিঠু মোল্লা, শিপন মোল্লা, লিমন ভুইয়া, সায়মন, খাইরুল মোল্লা, রোমানের কাছ থেকে ২০ লাখ দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে তার ছেলে হত্যাকান্ডের ঘটনায় আবারো মামলা দেওয়া হবে বলে হুমকি ধামকি দিতে থাকে। চাঁদা না পেয়ে গত ৩ সেপ্টেম্বর আলমগীর মোল্লা বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে তাদেরসহ মোট ৩০জনকে আসামী করে পূনরায় আরেকটি মামলা দায়ের করেন। এদিকে, আদালতে দায়ের করা হত্যা মামলাটি তাদেরকে ফাঁসানোর জন্য দায়ের করা হয়েছে বলে দাবি মামলার আসামীদের।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, আমি প্রাথমিকভাবে তদন্ত করে পেয়েছি। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জিসানকে হত্যা করা হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডির অধীনে তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে জিসানের বাবা আলমগীর মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি কারো কাছে মামলার দেওয়ার নাম করে চাঁদা চাইনি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (’গ’ সার্কেল) মেহেদী হাসান বলেন, থানায় মামলা দায়েরের পর আবার পূনরায় আদালতে মামলা দায়ের করা হয়েছে বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি জানার চেষ্টা করছি।
তাং ০৪/১২/২০২৪ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি