স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা কৃষক দলের আয়োাজনে শরীয়তপুর কোর্ট চত্ত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সহ-সভপতি আলী আজগর কাজীর সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক হাজী মোজাম্মেল হোসেন মিন্টু সদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু।এছাড়াও জেলা কৃষকদলের যুগ্ন-সাধারন সম্পাদক, এডভোকেট মৃধা নজরুল কবির।
সদর সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ভেদেরগঞ্জ উপজেলা সভাপতি এস এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন। গোসারহাট উপজেলা সভাপতি বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক সালাম সর্দার সহ শরীয়তপুর জেলার বিপুল পরিমাণে নেতাকর্মী উপস্থিত ছিলেন
১২/১২/২০২৪
Leave a Reply