প্রতিনিধি: সাগর কুমার সিং
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বগুড়ায় নানান কর্মসূচি’র মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস। তার ধারাবাহিকতায় (সোমবার) সকাল ৯ টায় জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির উদ্যোগে বগুড়া খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং (বাবু), সহ-সভাপতি শ্রী যুগেশ চন্দ্র সিং,কোষাধ্যক্ষ সন্তেষ সিং, শেরপুর উপজেলা আহ্বায়ক স্বপন কুমার সিং, সদস্য সচিব শ্রী হিরালাল সিং,উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সুজন কুমার রাজভর, সাধারণ সম্পাদক সাগর কুমার সিং, জেলা শাখার সহ-সভাপতি উত্তম কুমার সিং, সহ-সাধারণ সম্পাদক শান্ত কুমার সিং, সদস্য হরিদাস সিং, শুভ রবিদাস, আকাশ চন্দ্র, সুকুমার সিং ও প্রদীপ সিং প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। একই সাথে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি বলেন মহান মুক্তিযুদ্ধে অন্যদের মত বাংলাদেশের আদিবাসীরাও সমান ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং জীবন দিতে ও পিছপা হাটেনি। কিন্তু মহান স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মেলেনি আদিবাসীদের প্রাণের দাবি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি।
Leave a Reply