মোঃ আবু কাওছার মিঠু
একমাত্র খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় পারে সমাজকে বদলে দিতে।
পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। এই লক্ষ্য নিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ফরিদ আলির টেক যুব সমাজের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এডভোকেট মোঃ সজীবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক রকি, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হাসান সোহেল, যুবদল নেতা মেহের কাজল, যুবদল নেতা মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রোমান মাহমুদ, যুবদল নেতা রিয়াজুল ইসলাম বাবু, ছাত্রদল নেতা রিয়াজ, সানিসহ আরো অনেকে।
পরে ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তাং ১৭/১২/২৪ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি