1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের দিপু ভূঁইয়াকে সংবর্ধনা  ও ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা রূপগঞ্জে ছুড়িকাঘাতে আহত দুই কিশোরের মৃত্যু যুবদলের পক্ষ থেকে ২০২৫ কর্মীসভা অনুষ্ঠিত নড়াগাতীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি  গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদ শ্রমিক পরিবারের পাশে শ্রমিক দল জমির মালিককে বাদ দিয়ে সাধারণ কৃষকের বিরুদ্ধে মামলার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বগুড়া’র শেরপুর সরকারি কলেজে সরস্বতী পূজা নওগাঁয় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আটক নওগাঁয় ৩০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা শিবির ক্যাডার ছোট সাজ্জাদের সহযোগী জাবেদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ!

আন্তর্জাতিক অভিবাসী দিবস অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান

  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ বার পাঠ করা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান জানিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। আজ বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভার এই আহ্বান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত এই সভায় অভিবাসীদের অধিকার ও তাদের অবদান নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। যা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শুরু হয়।

অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে একজন বিদেশ ফেরত অভিবাসীকে পুনরেকত্রীকরণের জন্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, নিরাপদ অভিবাসের জন্য দক্ষতা বাড়িয়ে ও প্রশিক্ষণ নিয়েই বিদেশে যেতে হবে। বিদেশে সকল সুযোগ-সুবিধা সর্ম্পকেও জানতে হবে। তবেই প্রবাসীরা সঠিক মূল্যায়ন বিদেশেও পাবে।

সভায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) সমন্বয়ক আশিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস একটি বিশেষ দিন, যা অভিবাসীদের অধিকার, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি মূল্যবান সুযোগ।

তিনি আরও বলেন, অভিবাসী শুধুমাত্র একটি দেশের সীমা অতিক্রম করেন না, তারা নতুন পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করতে, নিজ পরিবার ও সমাজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেন। আমাদের উচিত তাদের প্রতি সম্মান এবং সহানুভূতি প্রদর্শন করা। কারণ তারা সমাজে অমূল্য অবদান রাখেন।

আশিকুজ্জামান আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সবার জন্য সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত। আমরা যেন একে অপরকে সহায়তা করি এবং একটি উন্নত, সমৃদ্ধ বিশ্ব গড়তে একযোগে কাজ করি।

এতে জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মঈন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

তাছাড়া, গোমস্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যৌথভাবে দিবসটি উদযাপন করছে। যা এই অঞ্চলের অভিবাসীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার নিয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি