স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আওলাদে রাসুল (দঃ), খলিফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী, মুফতিয়ে আজম, হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর অনুষ্ঠেয় ৮০তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে চাহারম শরীফ মাহফিল গত ১৫ ডিসেম্ভর রবিবার দিনব্যাপী আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ উদ্যোগে হাটহাজারী ফরহাদাবাদ দরবার শরীফের বর্তমান পীর ছাহেব আল্লামা শাহসুফি সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর আয়োজন ও ব্যবস্থাপনায় ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক ফরহাদাবাদীর পরিচালনায় অনুষ্ঠান সূচির মধ্যে পবিত্র খতমে কুরআনুল কারিম, খতমে গাউছিয়া আলিয়া মাইজভাণ্ডারীয়াহ্, খতমে খাজেগান, রওজা শরীফে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ শরীফ, শানে বেলায়ত মাহফিল ও জিকিরে সা’মা মাহফিল অনুষ্ঠিত হয় ।পরিশেষে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় আখেরীে মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল আল্লামা মুফতি সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী ।
Leave a Reply