পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহতের ঘটনা ঘটেছে। উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারের পাশে গ্রামীন ফিডস লিঃ এর সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কে উপর শনিবার(২১/১২/২০২৪ইং)দুপুর ১.২৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এতথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার পশ্চিম কান্দ্রা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আবু হানিফ (২৩), স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন (১৯) ও শালিকা মোছাঃ বিথী খাতুন (১৫)।
জানা যায়, রাজশাহী হইতে নাটোর অভিমুখী একটি এফজেড ভিপি ২ মোটরসাইকেলে তিন জন সহ যাওয়ার সময় রাজশাহীগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেল থাকা দুই জন আরোহী গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে স্থানীয় জনসাধারণ, পুলিশ গুরুতর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পবা হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসাইন জানান, রাজশাহীগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস দ্রæত গতিতে যাওয়ার সময় শিবপুর আলুর হিমাগারের সামনে পুঠিয়ার দিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দিলে আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে নিহত হয়। আহত অবস্থায় ফাতেমাকে রামেক হাসপাতালে পাঠালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। ফাকা স্থানে দুর্ঘটনা ঘটায় দ্রæত গতিতে বাসটি পালিয়ে যায়। আমরা সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। লাশ পরিবারের হাতে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে।
Leave a Reply