মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর):
রংপুরের পীরগাছায় থানা পুলিশের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে দুইশত পঞ্চাশটি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) দুপুরে পীরগাছা থানা চত্বরে অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সি সার্কেল মাহমুদুল হাসানসহ পীরগাছা থানায় কর্মরত সকল কর্মকর্তা । এসময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কনকনে শীতের মধ্যে উপজেলার শীতার্ত মানুষের মধ্যে দুইশত পঞ্চাশ পিস কম্বল বিতরণ করা হয়েছে। একই সাথে রংপুরের আট উপজেলার সকল থানা অফিসার ইনচার্জরা শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রতিদিনেই করছেন।
পীরগাছা থানার অফিসার ইনর্চাজ নুরে আলম সিদ্দিকী এ সময় বলেন,আমি প্র্রতিরাতেই গরীব এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছি। আমার গাড়িতে সবসময় কম্বল রেখে দেই। যেখানেই আমি অসহায় মানুষকে দেখি সেখানেই কম্বল বিতরণ করি।
Leave a Reply