মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় অবৈধ যানবাহন লাটা (শ্যালোইঞ্জিন চালিত মালামাল বহনকারী তিনচাকা যানবাহন) চাপায় চালকের সহকারী তাহসিন তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণ পাড়া গ্রামের কাঠের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত তাহসিন তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠ বোঝাই গাড়ির ওপরে বসে ছিলেন। পথিমধ্যে চাচই দক্ষিণ পাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেযায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহযোগী পালিয়ে যায়।
Leave a Reply