মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগে ইউনিভার্সেল একাডেমী’র প্রাথমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) দুপুর ১২টায় নোয়াখালীর সেনবাগে ইউনিভার্সেল একাডেমী’র (প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত) ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী-২০২৪ অনুষ্ঠান একাডেমী’র শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইউনিভার্সেল একাডেমী’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ- প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ শফি উদ্দিন টিটু।
ইউনিভার্সেল একাডেমী’র প্রাথমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ও একাডেমী’র শিক্ষকগণের সার্বিক তত্বাবধানে প্রাঞ্জল হয়ে উঠে একাডেমী।
এসময় শিক্ষক শিক্ষার্থীর আবেগ আপ্লূত পরিবেশের সৃষ্টি হয়েছে। ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী-২০২৪ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে কেক কাঁটার মধ্যদিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
Leave a Reply