মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগে মাটির ট্রাক্টরের ধাক্কায় নিহতের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর ) গ্রেফতারকৃত ২ আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
সেনবাগ থানাধীন কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা বাড়ি এলাকায় গত ২২ ডিসেম্বর সকাল ১১টার দিকে দ্রুত ও বেপরোয়া গতিতে মাটির ট্রাক্টর চালানোর ফলে সৃষ্ট দূর্ঘটনায় নিহত মোঃ মেহেরাজ হোসেন (৫) ও আহত মেহেদী হাসান (৯ )।
উক্ত ঘটনার সহিত জড়িত ঘাতক ট্রাক্টর চালক সাব্বির হোসেন জনি (২৪), পিতা- জামাল উদ্দিন, সাং- আব্দুল নবী, ইলিয়াছ মেম্বারের বাড়ী, কোরেশ মুন্সীরহাট, থানা- দাগনভূঁঞা, জেলা- ফেনী ও তাহার সহযোগী মো: রমজান আলী সৈকত (২১), পিতা- মোঃ শহিদ উল্লাহ, সাং- বিন্নাগুনী, মকুবুল আহাম্মেদের বাড়ী, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী’দ্বয়কে ধৃত করা হয় এবং ট্রাক্টরটি জব্দ করা হয়। বাদীর এজাহারের প্রেক্ষিতে ধৃত আসামীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, ধৃত আসামীদেরকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।