মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
জেলা পরিবেশ অধিদপ্তর নড়াইলের কালিয়ায় অবৈধ ইট ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে । মঙ্গলবার (২৪ ডিসেম্বর) যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আছিফুর রহমানের নেতৃত্বে দিনব্যপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালিয়া পৌরএলাকার রহিম, তারেক মোল্যা ও হাফিজুর ওরফে হাবিসহ ৩টি ভাটা, উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বিলদুড়িয়ায় অবস্থিত ভাটা ও খাশিয়াল ইউনিয়নের পাটনা গ্রামে চৌধুরী আনিচুর রহমান এবং খায়রুল ইসলামের ভাটাসহ মোট ৬ টি ভাটার কাঁচা ইট নষ্ট করাসহ ড্রামচিমনিও ক্লিনিক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এদিকে কালিয়া পৌরএলাকার ভাটার মালিক হাফিজুর ওরফে হাবি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিংয়ে ডেকে ২ লক্ষ টাকা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় আমার ভাটা ভেঙ্গে দিল। আর যারা টাকা দিয়েছে তাদেরটা ভাঙ্গেনি। তিনি আরো বলেন, বিএন পি করায় তার ভাটা পরিবেশ অধিদপ্তর জেলা উপ-পরিচালক আব্দুল মালেক ভেঙ্গে দিয়েছে। এ সময় ভাটার মালিক, শ্রমিক ও স্থানীয়রা আভিযানিক দলেরওপর ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায়লিপ্ত হলে যৌথবাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করে।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, কালিয়া উপজেলায় ৪৫ টি ভাটা রয়েছে। এরমধ্যে বৈধতা আছে একটি,বাকি সব অবৈধ। আজকের অভিযানে ৬ টিড্রামচিমনির ভাটা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আছিফুর রহমান বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ টিড্রামচিমনির ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।