মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর):
ভোর রাতে সচিবালয়ে আগুন নেভার জন্য পানি ব্যবস্থাপনা করার সময় রাস্তা পার হতে যেয়ে ট্রাকের চাপায় ফায়ার ফাইটার মো: সোহানুর জামান নয়ন নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । নিহত ফাইটার মো: সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। নয়নের পিতার নাম মো: আক্তারুজ্জামান। নয়নের গ্রামের বাড়ি আটপড়িয়ায়। নয়ন সিলটের বিশ্বনাথ ফায়ার স্টেশন ছিল মূল কর্মস্থল।