স ম জিয়াউর রহমান :
রাজধানীর রমনায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বলরাম পোদ্দারের পক্ষে অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলার মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করা হয় বলরাম পোদ্দারকে। এদিকে সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দারকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার কে আটক করে অবৈধ ইউনুস সরকার আইনের শাসনকে চ্যালেঞ্জ করেছেন। বলরাম পোদ্দারের মতো সাহসী, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাকে আটক করে এ অবৈধ সরকার বুঝাতে চায়, তারা আইনের শাসন চায় না
Leave a Reply