স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বেতাগী আনজুমানে রহমানিয়ার পরিচালনাধীন প্রতিষ্ঠান বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মূহাম্মদ শাহজালাল ২৭ ডিসেম্বর সকাল ১০টায় ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
ইন্তেকালের সময় তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। তিনি দীর্ঘ ৩৫ বছর বেতাগী রহমানিয়া মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।
আজ ২৭ ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪টার সময় রাঙ্গুনীয়া রাহাতিয়া দরবার শরীফ ঈদগাহ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার ইন্তেকালে বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার এ বেতাগী আস্তানা শরীফ, রাঙ্গুনিয়া, চট্টগ্রামের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ মাঃজিঃআলী দরবার, পরিবার ও মাদরাসা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী মাদরাসার শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীদের পক্ষে ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান সকল প্রাক্তন ছাত্রীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন!
আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মকাম দান করুন!।