মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
শতবর্ষী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় চত্বরে ফলাফল ঘোষণা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় তৃতীয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেও ফলাফলের মূল্যায়নের ভিত্তিতে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদানসহ ফুলেরশুভেচ্ছা জানানো হয়। ভালো ফলাফলের পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা খুশি । ফলাফল ঘোষণা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম,সহকারীপ্রধানশিক্ষক মো.নাসিরউদ্দিন ও মো.আকবরআলী,সিনিয়রশিক্ষক বি এমখালিদ হাসান, মো. মঞ্জুর হোসেন, মো. আবুজাহিদ, মোছা. নাছরিন সুলতানা সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply