সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আহসান হাবিবের আদালতে আজ ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ১১:১৫ টায় জি আর ১৩/২৩ শেরপুর মামলার বাদী শ্রী সন্তোষ সিং বাবু বাদী হাজিরা শেষে আদালত থেকে নেমে তার আইনজীবীর সেরেস্তায় আসার সময় জেলা জজ আদালতের গেটে ঐ মামলার আসামীগণ ভূমিদস্যু সোলাইমান আলীর নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে বেধরক মারপিট ও বার্মিজ চাকু দিয়ে আঘাত করে। পরবর্তীতে আদালত চত্বরে আসা বিচার প্রাথী লোকজন সন্তোষ সিং কে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
উল্লেখ্য ২০২৩ সালের ৮ জানুয়ারি শেরপুরের আম্বইল গ্রামে আদিবাসীদের সম্পত্তি ভূমিদুস্য কর্তৃক দখলকে কেন্দ্র যে আক্রমণ হয় আদিবাসীদের উপর তার বিচারের দাবিতে ১৩/২৩ মোকদ্দমাটি দায়ের হয়। বর্তমান সময়ে এসে এই মামলার ভূমিদস্যু আসামীগণ নানাভাবে হুমকী দিতে থাকে এবং আজ আদালত চত্বরেই হামলা চালায়।
এই ঘটনার প্রেক্ষিতে প্রেক্ষিতে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে বলা হয় ‘আমরা আদিবাসীরা দেশের নাগরিক, আমাদের বাড়ি-ঘর, জমি-জমা ভূমিদস্যুদের দ্বারা যখন অনিরাপদ, আমাদের জানমালের নিরাপত্তা নাই তখন আমরা আদালতের সরণাপন্ন হই।
আর সেই আদালতেই আজ আমরা হামলার শিকার হলাম। আমরা এ নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। আমরা চাই আদালত ও সরকার আমাদের ব্যাপারে ন্যায্য পদক্ষেপ গ্রহণ করুক, ন্যায় বিচার নিশ্চিত করুক।
বগুড়া জেলা জাতীয় আদিবাসী পরিষদ এর ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতার এর দাবিতে আগামীকাল ১ জানুয়ারী বেলা ১১.৩০ টায় সাত মাথায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে
Leave a Reply