1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে খাবার পানিও স্যালাইন বিতরণ নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

বগুড়ায় আদিবাসী নেতার ওপর হামলার ঘটনায় জাতীয় আদিবাসী পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

গত ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ১১:১৫ টায় সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আহসান হাবিবের আদালতে জি আর ১৩/২৩ শেরপুর মামলার বাদী শ্রী সন্তোষ সিং বাবু হাজিরা শেষে আদালত থেকে নেমে তার আইনজীবীর সেরেস্তায় আসার সময় জেলা জজ আদালতের গেটে ঐ মামলার আসামীগণ ভূমিদস্যু সোলাইমান আলীর নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে বেধরক মারপিট ও বার্মিজ চাকু দিয়ে আঘাত করে। এই ঘটনার প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে বগুড়া প্রেসক্লাব এর সামনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রথমে বগুড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতমাথায় এসে শেষ হয়।

সংগঠনের জেলার সহ-সভাপতি যুগেশ চন্দ্র সিং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কর্ণিদাস’র সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সন্তোষ সিং বাবু, বাসদ বগুড়া জেলা শাখার আহ্বাযক এ্যাড. মোঃ সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব এ্যাড. দিলরুবা নুরী, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং

আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা আহ্বায়ক স্বপন সিং,সদস্য শুভ দাস, নন্দীগ্রাম উপজেলা সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, সারিয়াকান্দি উপজেলা সভাপতি রনজিৎ মালো, ধনুট উপজেলা সভাপতি রাখাল মালো, সদস্য হারাধন বাগদী, সাধারণ সম্পাদক পলাশ বাগদী, গাবতলী উপজেলা সভাপতি প্রভাত মালো, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ বর্মণ, শেরপুর উপজেলার সভাপতি কমল সিং, সাধারণ সম্পাদক প্রাণ কুমার, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলার সহ সভাপতি উত্তম কুমার সিং, সহ-সাধারণ সম্পাদক শান্ত কুমার, সাংগঠনিক সম্পাদক নিত্য মালো, তথ্য ও প্রচার সম্পাদক সোহাগ কুমার সিং ও শেরপুর উপজেলার আহ্বায়ক উত্তম কুমার, নন্দীগ্রাম উপজেলার আদিবাসী ছাত্র নেতা নরোত্তম বর্মণ।

উল্লেখ্য ২০২৩ সালের ৮ জানুয়ারি শেরপুরের আম্বইল গোঁড়তাগ্রামে আদিবাসীদের সম্পত্তি ভূমিদুস্য কর্তৃক দখলকে কেন্দ্র যে আক্রমণ হয় আদিবাসীদের উপর তার বিচারের দাবিতে ১৩/২৩ মোকদ্দমাটি দায়ের হয়। বর্তমান সময়ে এসে এই মামলার ভূমিদস্যু আসামীগণ নানাভাবে হুমকী দিতে থাকে এবং গতকাল আদালত চত্বরেই হামলা চালায়। এই ঘটনার প্রেক্ষিতে বক্তরা বলেন আমরা সমতলের আদিবাসী নানাভাবে নির্যাতিত ‘আমরা আদিবাসীরা দেশের নাগরিক, আমাদের বাড়ি-ঘর, জমি-জমা ভূমিদস্যুদের দ্বারা যখন অনিরাপদ, আমাদের জানমালের নিরাপত্তা নাই তখন আমরা আদালতের সরণাপন্ন হই। আর সেই আদালতেই আমরা হামলার শিকার হলাম। আমরা এ নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। আমরা চাই আদালত ও সরকার আমাদের ব্যাপারে ন্যায্য পদক্ষেপ গ্রহণ ও ন্যায় বিচার নিশ্চিত করুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি