নারায়ণগঞ্জ প্রতিনিধি,
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ চাঁনমারী এলাকাবাসীর আয়োজনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় জনসম্পৃক্ততা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন অধ্যাপক মামুন মাহমুদ তিনি এসব বলেন
শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন আমি আমার জনগণকে ফেলে রেখে বিদেশে যাবো না। প্রয়োজনে এদেশেই মরবো। তিনি এদেশের জনগণের মুক্তির জন্য কারাভোগ করেছেন, তবুও দেশ ছেড়ে চলে যায়নি।
তিনি বলেছেন বিএনপি জনগণের মুক্তির জন্য সংগ্রাম করে যাবে। পতিত স্বৈরাচার সরকারের সময় দেশের মানুষ অনেক ভয়ে ছিলো। এই অত্যাচার জুলুম থেকে বিএনপি সহ দেশের মানুষ মুক্তির জন্য সংগ্রাম করেছে। জনগণের মুক্তির জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি প্রয়োজনে আজীবন সংগ্রাম করে যাবো।
এ সময় মামুন মাহমুদ বলেন, আমরা এখনো রাষ্ট্র ক্ষমতায় আসেনি। আপনাদের আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। তারা লুটপাট করে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তারা আপনাদের রক্ত চুষে নিয়েছে।
অপরদিকে তিন, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর নিজের কোন বাড়ি নেই। বিএনপি মাটি মানুষের রাজনীতি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ছিলেন ফতুল্লা থানা বিএনপি নেতা মজিবুর রহমান, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. আলী আজগর প্রমূখ।
Leave a Reply