দেওয়ান মাসুকুর রহমান প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাটির গাড়ির ধাক্কায় ঢাকা থেকে আসা এক পর্যটক গুরুতর আহত হয়েছে। আহত পর্যটককে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
সরেজমিনে জানা যায়,আহত ব্যক্তির নাম তামিম হাসান, তিনি তার স্ত্রী ও বন্ধুবান্ধবসহ মোট ছয়জনের একটি গ্রুপ ঢাকা উত্তরা থেকে ছুটির সময়ে একদিনের জন্য বাইকযোগে শ্রীমঙ্গলে বেড়াতে আসছিলেন।
আজ শনিবার বিকাল সাড়ে চারটার দিকে সাতগাঁও এলাকার রুস্তমপুর গ্রামে ঢোকার রাস্তার মুখে একটি বালুবাহী/মাটিবাহী খালি গাড়ি রাস্তা থেকে দ্রুত ডানে ঢোকার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এসময় আহত ব্যক্তি তামিম বারবার এনডিকেটর দিয়ে সিগন্যাল দেওয়ার পরেও বালি/মাটি গাড়িটি সিগন্যাল মানেনি এসে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।
ছয়জনের আসা পর্যটক গ্রুপে সাব্বির নামে একজন জানান গাড়িটিকে বারবার ইন্ডিকেটর দেখানোর পরেও সে ধাক্কা দিয়ে চলে যায় এতে তামিম মারাত্মক ভাবে আহত হয়ে তার বাম পা ভেঙ্গে গেছে এ সময় তার স্ত্রী সাথে ছিল। তার স্ত্রীকে তার পা ধরে অজুড়ে কাঁদতে দেখা গেছে এবং সাথে থাকা বন্ধুরা এ সময় হতবিহবল হয়ে পড়ে এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় ও কিছু সাংবাদিকের প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ডেকে তাদেরকে প্রথমে শ্রীমঙ্গল হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ট্রাক গাড়িটি বালু বা মাটিবাহী ছিল তবে ঘটনার সময় এটি খালি ছিল। এ সময়ের সাথে থাকা এক নারী অপ্রয়োজনে শুধু শুধু ভিডিও ধারণের জন্য ক্ষেপে যায়।
Leave a Reply