স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের আয়োজনে প্রতি বছরের ধারাবাহিগতায় এই বছরেও আয়োজিত হলো চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা বৃত্তি পরীক্ষা গত ৪ জানুয়ারি শনিবার দুপুর ১টায় চন্দনাইশ উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণির ও ধর্মীয় ১ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরীক্ষা পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ও চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ধর্মনন্দ মহাস্থবির, ভদন্ত সোমানন্দ মহাস্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের উপদেষ্টা সদস্য বসুমিত্র মহাস্থবির, শীলরক্ষিত মহাস্থবির, চন্দনাইশ ভিক্ষু পরিষদ সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির, অতুলানন্দ মহাস্থবির, পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান বুদ্ধপাল স্থবির, সদস্য সচিব শরণানন্দ স্থবির, হল সুপার ধর্মানন্দ মহাস্থবির, সংগঠনের সাধারণ সম্পাদক বোধিমিত্র স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির, পরীক্ষা নিয়ন্ত্রক রতনানন্দ স্থবির, বিনয়মিত্র ভিক্ষু,রুপানন্দ ভিক্ষু, লোকানন্দ স্থবির, সত্যপাল ভিক্ষু, প্রিয়মিত্র ভিক্ষু, প্রভাষক শংকর বড়ুয়া, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক শিবলি সাদিক কফিল, প্রধান শিক্ষক বিজয় বড়ুয়া, ব্যাংকার অশোক কুমার বড়ুয়াসহ আরো অনেকে পরীক্ষার হল পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তারা বলেন, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিশু কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ।
Leave a Reply