মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেএকোনা জেলা প্রতিনিধি:
মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ০৬ জানুয়ারি ২০২৫ তারিখে দুপুর ১৩০৫ ঘটিকায় মধ্যনগর ইউনিয়নের মাছিমপুর সার্বজনীন কালী মন্দিরের সামনে থেকে মাদকদ্রব্যসহ ও একটি প্লাতিনা মোটর সিকেল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আকসামিরা পালিয়ে গেচছে। ১. মোঃ রবিন (২৪), পিতা: বকুল মিয়া, গ্রাম বাহাদুরপুর, বারহাট্টা, নেত্রকোনা (বর্তমান ঠিকানা: গাছতলা, ধর্মপাশা, সুনামগঞ্জ)। ২। মোঃ বাবু (২০), পিতা: মোঃ মালেক, সাং: বেখইজুড়া, ধর্মপাশা, সুনামগঞ্জ।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের মোট মূল্য অনুমানিক ৮৫,২০০ টাকা। পলাতক আসামিরা যথা ক্রমে ১. বিপুল মিয়া (২৫),২. তৈফিক মিয়া (৩৮),
৩. শফিক মিয়া (৫৫),সকলেই পিতা: শফিক মিয়া, সাং: দুগনই, চামরদানী ইউনিয়ন, মধ্যনগর, সুনামগঞ্জ।
এই ঘটনায় মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণীর ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং-০৫, তারিখ: ০৬/০১/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মামলার তদন্তভার এসআই মোঃ ইউছুব আলীর নিকট হস্তান্তর করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা বাড়ানো হয়েছে।
Leave a Reply