সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
বিরলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা চালিয়ে ২ জনকে আহত করেছে। (৩ জানুয়ারী) শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার পৌরসভা এলাকার উত্তর রবিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মোঃ আজিবুর রহমান (৬০), ও নারগিছ বেগম (৪০) কে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর রবিপুর গ্রামের মৃত,তফিল উদ্দীনের ছেলে ।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে উত্তর রবিপুর গ্রামের রেজাউল ইসলাম ও এনামুল ইসলাম এর নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ এ হামলা চালিয়েছে। ঘটনায় মনসুর আলী বাদী হয়ে ৭ জন ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে বিরল থানায় এজাহার দায়ের করেছেন।
মনসুর আলী জানান ০৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টার সময় আমি ও আমার চাচাতো ভাই মোঃ আজিবুর রহমান (৬০), পিতা- মৃত, তফিল উদ্দীন, সাং- উত্তর রবিপুর মিলে বিবাদীনদের বাড়ীর পাশ দিয়ে নামাজ পড়ার উদ্দেশে যাওয়া কালে এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা আমাদের রড ও দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করে পরে আমার ভাইয়ের স্ত্রী নারগিছ বেগম (৪০) এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে মারপিটের কারণে দুজনেই ঘটনাস্থলেই মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে । এ সময় স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, এ ব্যাপারে লিখিত এজাহার পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।