রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটা পেট্রোল পাম্পসহ দশ কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফের বিরুদ্ধে । গত ৫ আগস্টের পর তার ব্যবসার পার্টনারের তিনটি ইট ভাটা, একটি পেট্রোল পাম্প সহ অন্যান্য সম্পদ দখল করে নিয়েছে তিনি। লুটে নিয়েছে দশ কোটি টাকা মূল্যের ইট, কয়লাসহ বিভিন্ন সম্পদ। বাড়িঘরে হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে ষোল বছরের সেই বিজনেস পার্টনারের। মোশারফের সাথে এই অপকর্মে জড়িত ছিলো গোলজার মোল্লা ও তার বাহিনী।
এসব ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এ প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান অনেকে। উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল গ্রামের স্থানীয়র এবং রূপগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা বলেন, মোশারফ বিগত সময় ইট ভাটার মালিক আলিমুদ্দিনের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং তাদের ব্যবসায়ীক পার্টনার হন। বিগত সরকারের আমলে টানা ষোল বছর ও তার সন্তানরা তাকে ব্যবসায়ী পার্টনার করে আর্থিক ভাবে ব্যাপক সহায়তা করেন। কিন্তু ৫ আগষ্টের পর হঠাৎ মোশারফ পল্টি দেন এবং তার বাহিনী নিয়ে আলিমুদ্দিনের পরিবারের উপর ঝাপিয়ে পড়েন। তাদের তিনটি ইট ভাটা, পেট্রোল পাম্প এবং বাড়িঘর সহ সমুদ্বয় সম্পত্তি দখল করে নেয়। আলিমুদ্দিন এবং তার সন্তান পনির সহ ২০/২৫ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর মামলা দায়ের করে এবং পুলিশ দিয়ে আলিমুদ্দিনকে গ্রেফতার করায়। বিনা অপরাধে আলিমুদ্দিন এখন কারাগারে রয়েছেন। মূলত এভাবেই ৫ আগষ্টের পর থেকে মোশারফ নিজের বিজনেস পার্টনার ও তার পরিবারের উপর নির্মম নির্যাতন শুরু করে। বিষয়টি রূপগঞ্জের প্রভাবশালী বিএনপি নেতা কাজী মনিরুজ্জমান, মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু এবং গোলাম ফারুক খোকন সহ আরো অনেকেই অবগত রয়েছেন।
জেলা যুবদলের সাবেক মোশারফের সভাপতি মোশারফ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তিনি এখন বিরাট দাপুটে এবং একজন অত্যাচারী বিএনপি নেতা হিসাবে আবির্ভূত হলেও বিগত দিনের আন্দোলন সংগ্রামে তার কোনো ভূমিকা ছিলো না। বরং তিনি স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গভীর সখ্যতা গড়ে তুলেছিলেন এবং বিগত ডামি নির্বাচনে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে সহায়তা করেছিলেন।
যার ফলে মোশারফের বিরুদ্ধে তেমন কোনো মামলা মোকদ্দমাও হয় নাই। কিন্তু ৫ আগষ্টের পর থেকে তিনি বিএনপির নামে লুটপাটে মেতে উঠেছেন। এতে কাঞ্চন পৌর এলাকায় সাধারণ মানুষের মাঝে বিএনপির দুর্নাম হচ্ছে। বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে ওই এলাকার সাধারণ জনগণ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জানিয়েছেন। #####
তাং- ০৭০১-২৪ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
Leave a Reply